প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ বাস চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বাস চালক ও শ্রমিকদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রাখেন। সোমবার দুপুর ১টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। তবে বাইরে থেকে আসা বাসগুলোকে গন্তব্যে যেতে দেওয়া হয়েছিল।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, সন্ধ্যায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয়। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের রাতের মধ্যেই গ্রেপ্তারের আশ্বাস দেয়। এছাড়াও থানায় একটি মামলা রেকর্ড করা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং সব রুটে বাস চলাচল শুরু হয়।
সোমবার দুপুরে রাজশাহীর তানোরে সিএনজি চালিত অটোরিকশার চালকদের হামলায় পাঁচ বাস শ্রমিক আহত হন। এ ঘটনার পরপরই বাস শ্রমিকরা সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেন। দুপুর ১টার দিকে তারা শিরোইল বাস টার্মিনাল এলাকায় লাঠিসোটা হাতে বিক্ষোভ করেন এবং বাসগুলো এলোমেলোভাবে রাস্তায় রেখে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রাস্তা পরিষ্কার করেন।