০৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ১১:৩২:০৩ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় চমক ভারত দলের
  • আপডেট করা হয়েছে : ০৬-০১-২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় চমক ভারত দলের

সাদা পোশাকের ক্রিকেটে বেশ কিছুদিন যাবৎ ধুঁকছে ভারত। রোহিত শর্মাদের হাতছাড়া হয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও হাতছাড়া হয়েছে। তবে ওই ব্যর্থতার শোক করার সময় খুব একটা নেই। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগেই দল গোছাতে ব্যস্ত ভারত। ভারতের একাধিক মিডিয়ার খবর, বাদ রাখা হতে পারে বেশ কিছু বড় তারকাকে।


আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করতে হবে সব দলকে। ভারতও তাদের সম্ভাব্য স্কোয়াড তৈরি করেছে বলে খবর। সিডনিতে নিজেকে সরিয়ে আলোচনায় আসা রোহিতের বাহুতেই থাকবে নেতৃত্বের আর্মব্যান্ড। জাশপ্রিত বুমরাহ ও বিরাট কোহলির থাকাও অনেকটা নিশ্চিত। তবে বাদ পড়তে পারেন সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত করা সঞ্জু স্যামসন। জায়গা নিয়ে প্রশ্ন উঠতে পারে শুভমান গিলেরও।


পাকিস্তান ও দুবাইয়ে বসা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমক হিসেবে ভারত রাখতে পারে মোহাম্মদ শামিকে। হাঁটুর চোটে দলের বাইরে থাকা শামি ভারতের ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। ফিট থাকা সাপেক্ষে তাকে দলে নেওয়ার পক্ষেই ভোট ভারতের টিম নির্বাচকদের। ফিরতে পারেন শ্রেয়াস আইয়ারও।


ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে তিনি দুর্দান্ত করছিলেন শেষ বছর। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন যশস্বী জসওয়াল। সাদা পোশাকের ক্রিকেটে দুর্দান্ত করলেও সাদা বলের ক্রিকেটে আপাতত তাকে বাইরে রেখেই ভাবছে ভারত। লোকেশ রাহুলের জায়গাও অনেকটা অনিশ্চিত। জায়গা হারাতে পারেন কুলদীপ যাদব বা রবি বিষ্ণোইয়ের কেউ একজন।


এ বছরের ১৯ মার্চ থেকে শুরু হবে আইসিসির আট দলের আসরটি। ৯ মার্চ পর্যন্ত চলবে এক শিরোপা সামনে রেখে লড়াই। ১০ মার্চ থাকছে ফাইনালের রিজার্ভ ডে। একমাত্র ফাইনাল ম্যাচের জন্যই থাকছে রিজার্ভ ডে। ভারত যদি ফাইনালে ওঠে তবে ভেন্যুতে আসবে বদল।


শেয়ার করুন