অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটে, চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে বসেছিল বাংলাদেশ। শঙ্কায় ছিল সিরিজ হারের। তবে সেটি হয়নি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচে জয় তুলে সমতায় সিরিজ শেষ করেছে বাংলাদেশ।
কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দল। লংকানদের লক্ষ্য ছুড়ে ১২৭ রানের। যার জবাবে লংকানদের ১০৫ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। ম্যাচে জয় তুলে ২১ রানে। আর তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটাও দারুণভাবে সেরেছে বাংলাদেশ।
মালয়েশিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে শ্রীলংকা সফর করে বাংলাদেশ। সেই সফরের প্রথমটা হতাশাজনক হলেও শেষটা হয়েছে দারুণ প্রত্যাবর্তনে। নিজেদের অবস্থা পর্যবেক্ষণের সুযোগ পেয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং ব্যর্থতা দেখা গেলেও শেষ দিকে উন্নতি হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশের হয়ে ২৪ রানের বেশি করতে পারেনি কেউ। তবে সাত ব্যাটার খেলেন দুই অঙ্ক ছোঁয়া ইনিংস। এদিন প্রথম ৪ ওভারে ৩৯ রান করে ফেলে বাংলাদেশ। তৃতীয় ওভারে আউট হন ফাহমিদা, ৭ বলে ১১। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশ। তবে তার আগে ১২৬ রানের পুঁজি দাঁড় করায়। যেখানে সর্বোচ্চ ২৪ রান আসে জান্নাতুল মাওয়ার ব্যাট থেকে। লংকান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাশমিকা সেওয়ান্দি।
লক্ষ্য তাড়ায় প্রথম বলেই রানআউট হন সাঞ্জানা কাভিন্দি। পরের ওভারে খালি হাতে ফেরেন ভিমোকশা বালাসুরিয়া। শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি লংকনরা। অধিনায়ক মানোদি নানায়াক্কারা ২৬ বলে ২৫ রানের ইনিংসে একপ্রান্ত আগলে রাখেন। কিন্তু রানের গতি বাড়াতে তিনি পারেননি। পরে শেষ দিকে রান ব্যবধান বেড়ে গেলে তা আর কমাতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৫ রানে থামে লংকানদের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নেন জান্নাতুল। এছাড়া ৪ ওভারে দুই মেডেনসহ মাত্র ৯ রানে ১ উইকেট নেন নিশিতা আক্তার।