নাটোরের লালপুরে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ হামিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার অর্জুনপুর মধ্যপাড়া এলাকার একটি আম বাগানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাটোর ডিবি পুলিশের ইন্সপেক্টর-২ মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ বছর বয়সী হামিদুল ইসলামকে আটক করে। তিনি অর্জুনপুর গ্রামের ইনছার আলীর ছেলে।
অভিযানে হামিদুলের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নাটোর ডিবি পুলিশের ইন্সপেক্টর-২ মো. নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।