১৯ জানুয়ারী ২০২৫, রবিবার, ১২:২৭:২৪ পূর্বাহ্ন
ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৫
ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর রাজশাহী নগরের হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দান) দলের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, আমাদের জীবন্ত সন্তানেরা, যারা শহীদ হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে নেমেছিল, তারা অন্তরে বড় কষ্ট পাবে। তবে এই বিনয়ী অনুরোধ যারা না মানবেন, তাদের জেনে থাকা উচিত, আমাদের যুদ্ধ শেষ হয়নি। আমাদের সন্তানেরা এখনো স্লোগান দিচ্ছেন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই লড়াই চলবে যতক্ষণ না এই জমিনে ইনসাফ কায়েম না হবে।



তিনি বলেন, বাংলাদেশ শতকরা ৯১ ভাগ মুসলমান অধ্যুষিত দেশ। এর মানে এই নয় মুসলমান ছাড়া এই দেশে আর কেউ শান্তিতে বসবাস করতে পারবে না।


জামায়াতের ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে দলটির আমির বলেন, সাড়ে ১৫ বছর খুন, গুম করে ওদের পিপাসা নিবারণ হয়নি। শেষ পর্যন্ত ২৪-এর পয়লা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই সময়টায় তারা সারা দেশে মহাতাণ্ডব চালিয়েছে। কী চেয়েছিল আমাদের কলিজার টুকরা সন্তানেরা। কী এমন ছিল তাদের দাবি। তারা গদি ধরে টান দেননি। তারা বলেছিল, কোটা রাখেন, তবে যুক্তিসংগত সংস্কার করে। সহ্য হলো না মুগর বাহিনীকে ঢুকিয়ে দিল। এরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ছেলেদের তো পেটালোই, কলিজার টুকরা মেয়েদেরও পেটানো হলো। ফায়ার ওপেন করল। এরা যেন মানুষ নয়। কতজন আদম সন্তানকে দুনিয়া ছাড়া করেছে, কেউ হিসাব দিতে পারবে না। আমরা যেখানেই শহীদের খবর পেয়েছি, ছুটে গিয়েছি। সবার কাছে যেতে পারিনি। কারণ, সবার খোঁজ পাওয়া যায়নি। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ দিয়ে গেছেন, তাদের কাছে আমরা সারা জাতি ঋণী ও কৃতজ্ঞ।



শহীদদের কোনো দলীয় পরিচয় নয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সাংবাদিকেরা প্রশ্ন করেন, আপনাদের দলের কয়জন শহীদ হয়েছেন? আমি বলেছি, যারা শহীদ হয়েছেন, আমরা তাদের দলের মানুষ। যারা শহীদ হয়েছেন, তারা সবাই আমাদের দলের মানুষ। জামায়াতে ইসলামী হিসেবে আমাদের দল নয়, মানবজাতি হিসেবে আমাদের দল। তাঁদের কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর। তাদের মাথার ওপর শ্রদ্ধায় তুলে রাখতে চাই।


কর্মী সম্মেলন উদ্বোধন করেন জুলাই বিপ্লবের শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হক। এর আগে অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

শেয়ার করুন