আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয় থাকা এ নেতা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
সূত্র জানায়, বিএনপির আশ্বাসের ভিত্তিতে শরিক দলগুলো আসনভিত্তিক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে রাজবাড়ী-২ আসনের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন মোমিনুল আমিন। তিনি স্থানীয় জনগণের সঙ্গে উঠান বৈঠক, লিফলেট বিতরণ, শীতবস্ত্র প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন।
মোমিনুল আমিন বলেন, "এ অঞ্চলে দীর্ঘদিন কাজ করছি এবং আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। নির্বাচিত হলে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান, বিশেষায়িত হাসপাতাল, পর্যটন কেন্দ্র, পাইকারি বাজার, বেড়িবাঁধ, ধর্মীয় অবকাঠামো সংস্কারসহ নানা উন্নয়নমূলক উদ্যোগ নেবো।"
বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "এনডিএম শুরু থেকেই যুগপৎ আন্দোলনে ছিল, আমরা একসাথেই আছি। জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি রয়েছে, নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হলে বিস্তারিত জানা যাবে।"
এদিকে, দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।