নওগাঁর বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শাম্মী আক্তার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের পরিচালক ও সাংবাদিক হাফিজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবু সালেক, সহকারী শিক্ষক আরাফাত হোসেন স্বাধীন, সুরভী আক্তার, কাকলী জাহান এবং সিনিয়র শিক্ষক রুবি আখতার, আনু আরা বেগম ও তমা মণ্ডল।
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন সানজিদা আকতার, পান্না ইয়াসমিন মুনি, মোসাঃ ফেন্সি আরা, আমেনা, জাকিয়া সুলতানা ও দিপ্ত রানী প্রমুখ।
সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদান এবং অভিভাবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।