০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০৬:২৪:১৭ অপরাহ্ন
ফ্যাসিবাদ নিয়ে যা বললেন মুশফিকুল ফজল আনসারী
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২৫
ফ্যাসিবাদ নিয়ে যা বললেন মুশফিকুল ফজল আনসারী

অন্তর্বর্তী সরকারের নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না, কিংবা ব্যক্তিকেন্দ্রিক পূজা-অর্চনার স্থান টিকে থাকবে কি না- এ সিদ্ধান্ত একমাত্র দেশের জনগণের। 


বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। 


ফেসবুক পোস্টে ফ্যাসিস্টের সাহস নিয়ে প্রশ্ন তুলেন। এ নিয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, অগণিত ছাত্র-জনতার রক্ত যাদের হাতে, সেই নরপিশাচরা ও তাদের নেত্রী এত স্পর্ধা দেখায় কীভাবে? এই সাহস আসে কোথা থেকে?


জুলাই গণহত্যার ইঙ্গিত করে তিনি বলেন, যারা এমন অপরাধ করেছে, যার সর্বোচ্চ শাস্তি হলেও ক্ষতি পূরণ হবার নয়, তাদের প্রতি কি কোনো সহানুভূতি প্রদর্শনের সুযোগ থাকতে পারে? 


সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসর রয়েছে দাবি করে মুশফিকুল ফজল আনসারী বলেন, শুধু ইট-বালু-পাথরের কংক্রিটই ফ্যাসিবাদের চিহ্ন? রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে এবং সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসরদের ঘাপটি মারা অবস্থান কি ফ্যাসিবাদের চিহ্ন নয়? এ মতামত একান্তই আমার ব্যক্তিগত।


শেয়ার করুন