১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১০:০৯:১১ অপরাহ্ন
পঞ্চগড়ে বেড়েছে শীতের দাপট
  • আপডেট করা হয়েছে : ০৯-০২-২০২৫
পঞ্চগড়ে বেড়েছে শীতের দাপট

মাঘের শেষ সময়ে এসে পঞ্চগড়ে বেড়েছে শীতের দাপট। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 


শনিবার রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২ ফেব্রুয়ারি থেকে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হচ্ছে এ অঞ্চলে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে ঘণ্টায় ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।


জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ১০ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। রোববার সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২ ফেব্রুয়ারি থেকে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হচ্ছে এ অঞ্চলে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে ঘণ্টায় ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।


শেয়ার করুন