২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০২:৫৪:১৫ পূর্বাহ্ন
রাবির ভর্তি পরীক্ষা শুরু
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২২
রাবির ভর্তি পরীক্ষা শুরু

সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) ২০২১-২০২২ শিক্ষাবষের্র স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার সকাল ৯টায় প্রথম দিন ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০ পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে বিশেষ কোটাসহ ৪ হাজার ৬৪১টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ২৬৮টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন জমা পড়ে। এবছর প্রতি আসনে লড়াই করবেন ৩৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এবার একক আবেদনকারীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৪২৯ জন। এমসিকিউ পদ্ধতিতে প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে ১২টা, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা এবং সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার ‘সি’ ইউনিট, মঙ্গলবার (২৬ জুলাই) ‘এ’ ইউনিট এবং বুধবার (২৭ জুলাই) ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু বলেন, ‘ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন। এবং এখন পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি সেই সাথে কোনো ধরনের জালিয়াতি চক্র যেন তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। এবং সন্দেহভাজনদের চিহ্নিত করতে সকলের সহায়তা কামনা করছি।

শেয়ার করুন