২১ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার, ০১:২০:৫৯ অপরাহ্ন
বাবা হয়েছেন অজয়, কন্যা নিসাকে দেখে যে প্রতিক্রিয়া দেন টাবু
  • আপডেট করা হয়েছে : ১৯-০২-২০২৫
বাবা হয়েছেন অজয়, কন্যা নিসাকে দেখে যে প্রতিক্রিয়া দেন টাবু

বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী টাবু দীর্ঘ দিনের বন্ধুত্ব। বলি ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকেই একে অপরকে চেনেন তারা। একজন অভিনয়ের পাশাপাশি বিয়ে করে ঘোরতর সংসারী। আরেকজন অভিনয় সমান তালে চালিয়ে গেলেও এখনো কুমারী রয়েছেন। অজয়ের জন্যই নাকি বিয়ে করেননি টাবু— এমন কথাও বলিপাড়ায় গুঞ্জন। কাজলের সঙ্গে বিয়ের কয়েক বছরের মাথায় মেয়ে নিসার জন্ম হয়। কাজল-অজয়ের মেয়েকে দেখে যে প্রতিক্রিয়া দিয়েছিলেন টাবু। 


অভিনেত্রী পুরোনো এক সাক্ষাৎকারে বলেন, অজয় যে মেয়ের বাবা আমি এখনো এটা মেনে নিতে পারিনি। অজয়কন্যা নিসাকে ‘ফানা’ ছবির শুটিংয়ের সময় প্রথম দেখেছিলাম। তখন খুব ছোট ছিল। ওকে দেখে আমার চোখে জল এসে গিয়েছিল বলে জানান অভিনেত্রী। 


‘ফানা’ ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করেন টাবু। নিসা দেবগনের জন্ম ২০০৩ সালের ২০ এপ্রিল। যখন টাবুর সঙ্গে দেখা হয়, তখন নিসার বয়স ছিল মাত্র ৩ বছর। অভিনেত্রী বলেন, আমার মনে হলো— এটা আমার বন্ধুর মেয়ে। ২০০৬ সালে মুক্তি পায় ‘ফানা’। সেই ছবিতে কাজল এবং আমির খান ছিলেন মুখ্য ভূমিকায়। 


শেয়ার করুন