২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৫২:৪৯ অপরাহ্ন
তুরস্কে চালু হলো কন্ট্রোল সেন্টার
  • আপডেট করা হয়েছে : ২৬-০৭-২০২২
তুরস্কে চালু হলো কন্ট্রোল সেন্টার

ইউক্রেনে আটকে থাকা শস্য বের করে নিতে গত শুক্রবার চুক্তি করে রাশিয়া-ইউক্রেন। এটিতে মধ্যস্থতা করে তুরস্ক। 

দুই দেশের মধ্যে হওয়া এ চুক্তিতে বলা হয়, তুরস্কে একটি কন্ট্রোল সেন্টার স্থাপন করা হবে। 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি অনুযায়ী কন্ট্রোল সেন্টারটি তৈরি করা হয়েছে। বুধবার এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। 

এ কন্ট্রোল সেন্টারে রাশিয়া, ইউক্রেন, তুরস্ক এবং জাতিসংঘের প্রতিনিধিরা থাকবেন। যেসব জাহাজ ইউক্রেনে প্রবেশ করবে সেগুলোতে কোনো অস্ত্র পরিবহণ করা হচ্ছে কিনা যেটি যাচাই করা হবে কন্ট্রোল সেন্টার থেকে। 

এদিকে শুক্রবার শস্য চুক্তি হওয়ার পরের দিনই ওডেসা বন্দরে মিসাইল হামলা চালায় রাশিয়া। 

রুশ বাহিনীর এ হামলার কারণে চুক্তিটি শঙ্কায় পড়ে গিয়েছিল। তবে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, হামলা সত্ত্বেও তারা শস্য রপ্তানির কাজটি এগিয়ে নেবে। 

বর্তমানে ইউক্রেনে ২০ মিলিয়ন টন শস্য আটকে আছে। যার বেশিরভাগই গম। রাশিয়া-ইউক্রেন শস্য নিয়ে চুক্তি করার দিনই বিশ্ব বাজারে গমের দাম ২ ভাগ কমে যায়। 

শেয়ার করুন