৩১ মার্চ ২০২৫, সোমবার, ০৯:২৭:৪৯ অপরাহ্ন
‘নতুন খেলনা পেয়ে পুরোনো খেলনা ভুলে গিয়েছো’
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৫
‘নতুন খেলনা পেয়ে পুরোনো খেলনা ভুলে গিয়েছো’

তাদের আইনি বিচ্ছেদে সিলমোহর পড়ল গত বৃহস্পতিবার (২০ মার্চ)। এদিকে আইপিএল শুরু হচ্ছে আজ। তার আগেই বিয়ে ভাঙল ধনশ্রী ভার্মা ও যুজবেন্দ্র চাহালের। গত ৫ ফেব্রুয়ারি প্রথমবার বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন ক্রিকেটার চাহাল ও ধনশ্রী। হিন্দু বিবাহ আইনের ১৩বি (২) ধারা অনুযায়ী, দুই পক্ষ বিবাহবিচ্ছেদ চাওয়ার পর ছয় মাস সময় দেন আদালত। সেই সময় দেওয়া হয়েছিল চাহাল ও ধনশ্রীকে। এবার পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হলো। 


মুম্বাই হাইকোর্ট বুধবার নির্দেশ দিয়েছিলেন খোরপোশ হিসাবে চাহালকে ৪ কোটি ৭৫ লাখ টাকা দিতে হবে। চাহাল এখন পর্যন্ত দুই কোটি ৩৭ লাখ ৫৫ হাজার টাকা দিয়েছেন বলে জানা গেছে। একদিকে বিবাহবিচ্ছেদ, অন্যদিকে মুক্তি পেল ধনশ্রীর মিউজিক ভিডিও। সেখানেই ক্রিকেট তারকাকে কাঠগড়ায় দাঁড় করালেন সাবেক স্ত্রী?


গার্হস্থ্য হিংসায় জর্জরিত এক নারীর গল্পের মুখ হলেন ধনশ্রী। গানের নাম ‘দেখা জি দেখা ম্যায়নে’। গানের প্রতিটি লাইন যেন বিস্ফোরক। গানের কথায় রয়েছে— অন্যের বিছানায় আমি তোমাকে শুতে দেখেছি, কাছের মানুষের চোখে জল দেখেছি।… নতুন খেলনা পেয়ে পুরোনো খেলনা ভুলে গিয়েছো…। 


বিচ্ছেদের দিনই ধনশ্রীর গানের মুক্তি। দুইয়ে দুইয়ে চার করছেন অনেকেই। মাত্র ১৮ মাসের দাম্পত্যজীবন যুজবেন্দ্র-ধনশ্রীর। বিচ্ছেদের সময় সামাজিক মাধ্যমে অনেকেই আঙুল তুলেছেন ধনশ্রীর দিকে— খোরপোশের অর্থ নিয়ে। তবে কি তাদের এভাবেই উত্তর দিলেন তিনি! যদিও বিচ্ছেদের কারণ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি যুজবেন্দ্র-ধনশ্রীর কেউ-ই।


শেয়ার করুন