২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৩:৫৬:০১ অপরাহ্ন
পরিমাপে কম দেওয়ায় আত্রাইয়ে এক পেট্রোল পাম্পকে জরিমানা
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২২
পরিমাপে কম দেওয়ায় আত্রাইয়ে এক পেট্রোল পাম্পকে জরিমানা

নওগাঁর আত্রাইয়ে

তেলের পরিমাপে কারচুপি করায় মেসার্স নূরবানু ফিলিং স্টেশন

পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

২৭ জুলাই বুধবার দুপুর দেড়টার দিকে ওই পেট্রোল পাম্পে অভিযান

চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এ দন্ডাদেশ দেন সহকারী কমিশনার

(ভূমি) ও এক্ধিসঢ়;্রকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক

ইসলাম।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্ধিসঢ়;্রকিউটিভ ম্যাজিস্ট্রেট

কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে

বুধবার দুপুরে মেসার্স নূরবানু ফিলিং স্টেশনে অভিযান চালাই।

অভিযানকালে পাঁচ লিটার পেট্রোল জারে করে নিয়ে আলাদাভাবে ওজন

করি। তাতে যে পরিমান কম হয় সে অনুযায়ী তাদের কয়েক মাসের

পেট্রোল মজুদ ও বিক্রয় হিসাব করে প্রাথমিক ধারণামতে ভোক্তা

অধিকার আইন ২০০৯ অনুসারে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। 

শেয়ার করুন