০৭ এপ্রিল ২০২৫, সোমবার, ১১:৫৯:০৯ অপরাহ্ন
বিশ্বের বিবেকবান মানুষকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২৫
বিশ্বের বিবেকবান মানুষকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান

গাজায় গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন সর্বস্তরের তৌহিদী জনতা। মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে জেলা শহর। সোমবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এ বিক্ষোভের আয়োজন করে ইমাম মুয়াজ্জিন পরিষদ।



এতে হাজার হাজার প্রতিবাদী মানুষ গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদ জানান। ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেন।



এর আগে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে সমবেত হন।



সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।



বক্তারা বলেন, গাঁজায় যেভাবে ইসরাইল মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে; নির্বিচারে মানুষ হত্যা করছে; তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়া তোলা জরুরি। ইসরাইলকে এ গণহত্যার জন্য চরম মূল্য দিতে হবে।



এ সময় বক্তারা ফিলিস্তিনের পাশে বিশ্বের বিবেকবান মানুষকে দাঁড়ানোর আহ্বান জানান।


শেয়ার করুন