২৪ মে ২০২৫, শনিবার, ০৬:৩৬:৩৮ অপরাহ্ন
আইসিবিসি এক্সপো মিডিয়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে
  • আপডেট করা হয়েছে : ২৪-০৫-২০২৫
আইসিবিসি এক্সপো মিডিয়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে

যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শামীম ইসলাম বলেছেন, আইসিবিসি এক্সপো দেশের ক্যাবল ও টেলিভিশন সেক্টরের জন্য খুব ভালো একটি বিষয়। এই এক্সপো মিডিয়া ও এই খাতের প্রযুক্তিগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।



তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন (আইসিবিসি) এক্সপো-২০২৫’-এর দ্বিতীয় দিন শুক্রবার মেলা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।



ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) উদ্যোগে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই মেলার আয়োজন করা হয়।



শামীম ইসলাম আরও বলেন, সারা দেশ থেকে ক্যাবল অপারেটররা এখানে এসেছেন। তারা অত্যন্ত আনন্দিত। এ সময় তিনি পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং আগত দর্শনার্থী ও আয়োজকদের সঙ্গে কথা বলেন। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশে এ নিয়ে তৃতীয়বারের মতো এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০০৭ ও ২০০৮ সালে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল।



মেলায় কোয়াব সভাপতি এবিএম সাইফুল হোসাইন সোহেল বলেন, টেলিভিশন মালিক, কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীসহ ক্যাবল অপারেটর, টেকনোলজিভিত্তিক অংশীদার, আমদানিকারক, উৎপাদক ও বিক্রেতাদের সমন্বয়ে মেলার আয়োজন করা হয়েছে। টেলিভিশন মালিকদের আয় বাড়াতে এবং ক্যাবল অপারেটরদের ব্যবসা নিরাপদ রাখার উদ্দেশ্য নিয়ে এই খাতে সম্পূর্ণ ডিজিটাইজেশন করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এই ডিজিটাইজেশন সম্ভব হলে সরকারও তাদের থেকে বিপুল পরিমাণ কর পাবে, যা বছরে প্রায় হাজার কোটি টাকা।



কোয়াবের এমন আয়োজনকে স্বাগত জানিয়ে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে সব অপারেটদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন এই আয়োজনের মাধ্যমে তাদের অভিজ্ঞতার জায়গা প্রসারিত হবে।



জানা গেছে, মূলত নতুন প্রযুক্তির সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে ব্রডকাস্ট খাতকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার স্বপ্ন থেকেই এই আয়োজন। মেলায় রয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, টেলিকম প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেল, ব্রডকাস্টার ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৯৬টি স্টল। চীন, ভারত ও ভিয়েতনামের প্রতিষ্ঠানেরও স্টল রয়েছে। আজ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে তিন দিনের এই এক্সপোর। দেশের ক্যাবল ও মিডিয়া শিল্পে আন্তর্জাতিকমানের প্রযুক্তি ও সেবার প্রসারে এই ধরনের এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মেলায় আগতরা।



শুক্রবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মেলা। বিভিন্ন স্টলে ক্রেতাদের ব্যাপক আগ্রহ। ক্রেতাদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে একই ছাদের নিচে বিভিন্ন ধরনের পণ্য ও সেবা হাতের কাছে পেয়ে খুশি ক্রেতারাও।


শেয়ার করুন