১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:১৯:৪৯ অপরাহ্ন
কারিগরি ত্রুটির কবলে ট্রাম্পের হেলিকপ্টার, যা জানা গেল
  • আপডেট করা হয়েছে : ১৯-০৯-২০২৫
কারিগরি ত্রুটির কবলে ট্রাম্পের হেলিকপ্টার, যা জানা গেল

বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর শেষে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এক হেলিকপ্টারকে জরুরি অবতরণ করতে হয়েছে। হেলিকপ্টারটি লুটন বিমানবন্দরে নামানো হয়।


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, হেলিকপ্টারটিতে ‌‘সামান্য হাইড্রোলিক ত্রুটি’ দেখা দেওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্থানীয় এক বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরে সেটি আবার উড্ডয়ন করে নির্ধারিত গন্তব্য স্ট্যানস্টেডে পৌঁছায়, যদিও সময়সূচির তুলনায় প্রায় ২০ মিনিট দেরি হয়।


তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদে সাপোর্ট হেলিকপ্টারে উঠে পড়েন।




অবতরণের পর লুটন বিমানবন্দরের রানওয়েতে জরুরি সেবাদানকারী দল মোতায়েন করা হয়। প্রকাশিত ছবিতে দেখা যায়, রানওয়ের পাশে মার্কিন প্রেসিডেন্টের দুটি হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ ও ‘মেরিন টু’ দাঁড়িয়ে আছে।




‘হোয়াইট টপস’ নামে পরিচিত এসব হেলিকপ্টারে বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে—মিসাইল প্রতিরোধ ব্যবস্থা, রাডার জ্যামার থেকে শুরু করে পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধক ইলেকট্রনিকস পর্যন্ত। নিরাপত্তার জন্য মেরিন ওয়ান সবসময় একই ধরনের কয়েকটি ডিকয় হেলিকপ্টারের সঙ্গে উড়ে এবং সাধারণত এর সঙ্গে থাকে এমভি-২২ ‘গ্রিন টপস’ অসপ্রে, যাতে থাকে সিক্রেট সার্ভিস, সহায়ক কর্মী ও বিশেষ বাহিনী।



শেয়ার করুন