ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজশাহীতেও শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। রবিবার রাত থেকেই মাঝারি বাতাস ও হালকা বৃষ্টি শুরু। তবে সোমবার সকাল থেকে টানা ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টি ঝরতে থাকে।
ঝড়ের কারণে ভোর থেকেই বিদ্যুৎহীন অবস্থা বিরাজ করছে রাজশাহীতে। ভেঙে পড়েছে গাছের ডালপালা। কোনো কোন এলাকায় উড়ে গেছে বাড়ির কিছু টিনের চালা। গাছের ডাল পালা ভেঙ্গে পড়ায় বিদ্যুৎহীন অবস্থা রয়েছে রাজশাহীর অধিকাংশ এলাকা।
রাজশাহী আবহাওয়াকে জানায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ সোমবার সারাদিন রাজশাহীতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার রাত থেকে থেমে হালকা বৃষ্টি শুরু হয়। তবে সোমবার ভোর থেকে শুরু হয় টানা হালকা বৃষ্টি ও ঝড়ো হওয়া।