২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১২:২৯:৩২ অপরাহ্ন
তরেসের জোড়া গোলে গেতাফেকে উড়িয়ে দিল বার্সেলোনা
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২৫
তরেসের জোড়া গোলে গেতাফেকে উড়িয়ে দিল বার্সেলোনা

ফেরান তরেসের জোড়া গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় জয় পেল বার্সেলোনা। রবিবার রাতে এস্তাদিও ইয়ুহান ক্রুইফে গেতাফের বিপক্ষে ৩-০ ব্যবধানে সহজ জয় পেয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।


ক্যাম্প ন্যুর সংস্কারকাজ শেষ হলেও এখনো ম্যাচ আয়োজনের অনুমতি না পাওয়ায় দ্বিতীয় ম্যাচটিও ৬ হাজার আসনের বার্সা বি’র মাঠেই খেলতে হয় কাতালানদের। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে আগের সপ্তাহে যেমন ৬-০ গোলের দাপুটে জয় পেয়েছিল, এবারও ছোট মাঠে নিজেদের স্বাচ্ছন্দ্যে জয় পেল তারা।


প্রথম আক্রমণ থেকেই গোলের দেখা পায় বার্সেলোনা। ম্যাচের ১৫ মিনিটে রাফিনিয়ার থ্রু-বল দানি ওলমোকে খুঁজে পায়। অসাধারণ বুদ্ধিমত্তায় ব্যাকহিল পাস দেন ওলমো, যা ধরে নিখুঁত ফিনিশিংয়ে বলে জালে পাঠান তরেস।


৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ উইঙ্গার।


রাফিনিয়ার দারুণ ফ্লিক পাসে ডিফেন্স ভেঙে এগিয়ে গিয়ে গোলরক্ষক দাভিদ সোরিয়াকে ছলনা করে বাঁ দিকের নিচু কোণে জড়িয়ে দেন বল। প্রথমার্ধে কোনো শটই নিতে পারেনি গেতাফে।

দ্বিতীয়ার্ধে কিছুটা জেগে ওঠে অতিথিরা। হাভিয়ের মুনুজের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।


তবে ৬২ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ আবারও নেয় বার্সা। বিরতির পর রাফিনিয়ার বদলে নামা মার্কাস রাশফোর্ড ডান দিক থেকে ক্রস কাট-ব্যাক দেন, সেটি ঠান্ডা মাথায় ফাঁকা জালে পাঠান ওলমো।

অল্পের জন্য দ্বিতীয় গোল মিস করলেও তাতে তেমন ক্ষতি হয়নি ওলমোর। কারণ ততক্ষণে জয় নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। এই জয়ে লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমে দাঁড়িয়েছে দুই পয়েন্টে।


নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর একাদশে কিছুটা পরিবর্তন এনেছিলেন ফ্লিক। রাশফোর্ডের জায়গায় নেন তরেসকে। সেই আস্থার প্রতিদান দিয়েছেন স্প্যানিশ উইঙ্গার।


এই জোড়া গোলের পর ফ্লিকের অধীনে ৫১ ম্যাচে তার গোল হলো ২৩টি। ক্যারিয়ারে কোনো এক কোচের অধীনে এর চেয়ে বেশি গোল এসেছে কেবল জাভির সময়ে—১১৩ ম্যাচে ২৫ গোল। ম্যানসিটিতে পেপ গার্দিওলার অধীনে করেছিলেন ৪৩ ম্যাচে ১৬ গোল।


ওলমোও প্রথমবারের মতো বার্সা জার্সিতে একই ম্যাচে গোল ও অ্যাসিস্টের দেখা পেলেন। এটাই তার ৪৫ ম্যাচে প্রথম কীর্তি।


শেয়ার করুন