০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ০১:৩৮:৫০ পূর্বাহ্ন
আরিয়ানের সিরিজ ট্রেন্ডিংয়ের শীর্ষে
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৫
আরিয়ানের সিরিজ ট্রেন্ডিংয়ের শীর্ষে

বলিউডে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে আরিয়ান খানের। শাহরুখ খানের বড় ছেলে তিনি। প্রথম নির্মাণেই দেখালেন চমক। তাঁর সিরিজ ‘দ্য ব্যা...ডস অব বলিউড’ মুক্তির পর থেকে অন্তর্জালে আলোচনার কেন্দ্রে।


নেটফ্লিক্সের ট্রেন্ডিংয়ে উঠে এসেছে শীর্ষে। মিশ্র প্রতিক্রিয়া দেখালেও অধিকাংশ দর্শকই বলছেন, উপভোগ্য একটি সিরিজ বানাতে পেরেছেন আরিয়ান। সিরিজটিতে এক সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল।


ট্রেন্ডিংয়ে শীর্ষে ওঠার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘তিন দশক ধরে যে ইন্ডাস্ট্রিতে আছি, সেটাকে পর্দায় দেখা দারুণ অভিজ্ঞতা; আর দর্শকও এ সিরিজ এবং আমার চরিত্র পছন্দ করছেন দেখে বেশ ভালো লাগছে।


 পুরো বিশ্ব থেকে আমরা যে ভালোবাসা পাচ্ছি, তার জন্য কৃতজ্ঞ।’

বলিউডের অন্দরমহলের গল্পে নির্মিত এ সিরিজে আরো অভিনয় করেছেন লক্ষ্য, সাহেদ বাম্বা, রাঘব জুয়াল, ইমরান হাশমিসহ অনেকে। এ ছাড়া অতিথি চরিত্রে হাজির হয়েছেন শাহরুখ-সালমান-আমিরসহ অনেক তারকা।


শেয়ার করুন