২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:৫০:২১ অপরাহ্ন
এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, নিহত ২
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৪
এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, নিহত ২

এবার পাকিস্তানে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় দুই শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও তিনজন। 


মঙ্গলবার (১৬ জানুয়ারি) ক্ষেপণাস্ত্রটি দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশের একটি গ্রামে আঘাত হানে। খবর বিবিসির।


প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত একটি সংবাদ সংস্থার বরাতে দেশটি বলছে, তারা জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদলের সঙ্গে যুক্ত দুটি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালিয়েছে। 


যদিও পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করেছে। এটিকে একটি বেআইনি কাজ বলে অভিহিত করেছে, যা গুরুতর পরিণতি বয়ে আনতে পারে।


ইরাক ও সিরিয়ার পর পাকিস্তান তৃতীয় দেশ, যেটি গত কয়েক দিনের মধ্যে ইরানি হামলার শিকার হলো। পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রায় নজিরবিহীন। 


পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান কর্তৃক তার আকাশসীমার অপ্রীতিকর লঙ্ঘনের তীব্র নিন্দা করে একটি কঠিন বিবৃতি দিয়েছে। 


এটি ঘটনাটিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে পাকিস্তান এবং ইরানের এ হামলাকে বেআইনি বলেও উল্লেখ করা হয়েছে।


শেয়ার করুন