০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ০৩:৪৬:১৪ পূর্বাহ্ন
রাজশাহীতে বুকে ব্যথায় রিকশাচালকের মৃত্যু
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৫
রাজশাহীতে বুকে ব্যথায় রিকশাচালকের মৃত্যু

রাজশাহীতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর দুলাল আলী (৫০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলাল আলী পবা উপজেলার ঘোলহাড়িয়া গ্রামের মৃত নীল চাঁদের ছেলে। স্থানীয়রা জানান, কোর্ট স্টেশন এলাকায় রিকশা নিয়ে বসে ছিলেন দুলাল আলী। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ছোট ছেলে মো. মমিন আলী ঘটনাটি কাশিয়াডাঙ্গা থানায় জানান। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার ডিউটি অফিসার মোসা: নাজরিন খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“কোর্ট স্টেশন এলাকায় রিকশাচালক দুলাল আলী হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

শেয়ার করুন