০৮ অক্টোবর ২০২৫, বুধবার, ০৬:২২:৪২ অপরাহ্ন
দেশ ছাড়ার চিন্তা নেই, বাংলাদেশই আমার ঠিকানা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৫
দেশ ছাড়ার চিন্তা নেই, বাংলাদেশই আমার ঠিকানা

সচিবালয়ে বুধবার (৮ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ‘রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে নিজেদের সেফ এক্সিট খোঁজার’ মন্তব্যের প্রেক্ষিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিনি কোনো এক্সিট খুঁজছেন না এবং দেশে থেকেই থাকবেন।

এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন, “উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবতেছে।”
এ প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, “আমি কোনো এক্সিট খুঁজছি না। দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড় ঝঞ্ঝাট এসেছে, সেগুলো প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশে কাটিয়ে যাব, আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “অনেক রাজনৈতিক দলের নেতা নানান বিষয়ে নানান কথা বলে যাচ্ছে সরকারের বিভিন্ন বিষয় এবং এটা বলা তাদের তো অধিকার। এটাইতো গণতন্ত্রের চর্চা। প্রতিটা বিষয় নিয়েই যদি আমরা প্রতিক্রিয়া দেখাই, প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে বলুন তো মন্ত্রণালয়গুলো আমরা কখন চালাবো?”

সৈয়দা রিজওয়ানা জানান, নাহিদ ইসলামের বক্তব্যকে সরকার খন্ডন করবে না, কারণ উপদেষ্টা তার বক্তব্য নিজেই খন্ডন করবেন না। তিনি বলেন, “বক্তব্যটা সুনির্দিষ্ট হলে হয়ত সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হত। এটা হয়ত তাদের ধারণা, তারা মনে করে। তারা তাদের বক্তব্য হিসেবে বলেছে এখানে সরকারের অবস্থান নেওয়ার তো সুযোগ নেই। সরকারের বক্তব্য দেওয়ার তো কোনো সুযোগ নেই।”

শেয়ার করুন