১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১১:১৯:৫৩ অপরাহ্ন
চার ঘন্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৫
চার ঘন্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখলে এ স্থবিরতা সৃষ্টি হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় তারা অবস্থান নিয়ে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে সকাল থেকেই ঢাকা-খুলনাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।


সকাল ৯টা ৫০ মিনিটের দিকে মুনসুরাবাদ এলাকায় এবং সকাল ১০টা ২০ মিনিটের দিকে সুয়াদী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।


ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মাহমুদ বলেন, ‘বর্তমানে ভাঙ্গার সব পয়েন্টে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, ‘বর্তমানে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’


শেয়ার করুন