২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০৪:৫৫:১৮ অপরাহ্ন
পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৫
পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। তবে বর্তমান শারীরিক অবস্থায় তিনি বিদেশযাত্রার উপযুক্ত কি না, সে বিষয়ে এখনো মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও ওসমান হাদির চিকিৎসায় যুক্ত চিকিৎসক ডা. আব্দুল আহাদ।

তিনি জানান, পরিবারের পক্ষ থেকে হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রাথমিকভাবে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর—এই দুই দেশের যেকোনো একটিতে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং তা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ডা. আব্দুল আহাদ বলেন, “আগামীকাল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। থাইল্যান্ড ও সিঙ্গাপুর—এই দুই দেশ নিয়ে আলোচনা চলছে। কোন দেশে নেওয়া হবে, সে বিষয়ে রাতের মধ্যে সিদ্ধান্ত হবে।”

তবে তিনি স্পষ্ট করে জানান, বর্তমান শারীরিক অবস্থায় ওসমান হাদি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত ক্লিয়ারেন্স দেয়নি। রোগীকে এ অবস্থায় স্থানান্তর করা নিরাপদ হবে কি না—সে বিষয়টি বোর্ড পর্যালোচনা করছে। সোমবার সকালে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই বিদেশে নেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

শেয়ার করুন