চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সোমবার (১২ জানুয়ারি) ইসি কার্যালয়ে সকাল থেকে শুরু হওয়া শুনানি এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করা হলেও তার সপক্ষে কোনো নথিপত্র দেওয়া হয়নি।
পরে জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক জানিয়েছিলেন, তিনি নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। আগামীকাল সোমবার এ বিষয়ে শুনানি হবে। তাই তার প্রার্থিতা বহাল রাখার আবেদন জানান তিনি।
এদিকে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে নির্বাচন কমিশনে। ১৪১-২১০ নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হবে। আর মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।

