০৭ জুলাই ২০২৪, রবিবার, ০৭:২৫:৩৮ অপরাহ্ন
হরিপুরে চা বাগানে রাসেলভাই পার দেখা যাওয়ার গুজব।
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২৪
হরিপুরে চা বাগানে রাসেলভাই পার দেখা যাওয়ার গুজব।

মোঃ রাজাবুল হক (রেজাউল) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের অন্তর্গত বকুয়া চা বাগানে বিষধর সাপ রাসেলস্ ভাইপারের দেখা মিলেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে  এক গুজব ছড়িয়ে পড়ে।

চা বাগান দেখভালের দায়িত্বে থাকা মোঃ আজাদুর রহমানকে চা বাগানে বিষধর সাপ রাসেলস্ ভাইপার দেখা যাওয়ার বিষয়ে মোবাইল ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটা নিছক একটা গুজব। তিনি বলেন, চা বাগানে কোন প্রকার সাপ আমাদের কারোই  চোখে পড়েনি। স্থানীয় এক ব্যাক্তি দুষ্টুমির ছলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে " হরিপুর উপজেলার ৩নং বকুয়া  ইউনিয়নের চা বাগানে রাসেলস্ ভাইপারের দেখা মিলেছে" শিরোনামে রাসেলস্ ভাইপারের ছবি সম্বলিত একটি পোষ্ট করে যেটি অতি অল্প সময়ের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তিনি(আজাদুর) বলেন,    "পোষ্টকারী ব্যক্তিকে আমরা চিনতে পেরেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে  এই ধরনের গুজব  ছড়িয়ে দেওয়ার ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে পোষ্টকারী এধরণের কাজ করা তাঁর  ভুল হয়েছে মর্মে ভুল স্বীকার করে।

শেয়ার করুন