১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ১১:২৪:০৬ অপরাহ্ন
চারঘাটে চাঞ্চল্যকর হ’ত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৬
চারঘাটে চাঞ্চল্যকর হ’ত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ব্যস্ত এলাকার লোকজনের সামনে মোস্তফা শেখ (৭০) কে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ওমর ফারুকের পিতা মোস্তফা শেখসহ একাধিক ব্যক্তি একই গ্রামের কয়েকজনের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে জড়িত ছিলেন। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চললেও, ২১ অক্টোবর ২০২৫ খ্রিঃ দুপুরে মোস্তফা শেখ বাড়ি ফেরার পথে কয়েকজন লোহার হাসুয়া, চাপাতি ও রামদা নিয়ে তার উপর আকস্মিক হামলা চালায়।

হামলায় মোস্তফা শেখ সহ তাদের পক্ষের কয়েকজন গুরুতরভাবে আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মোস্তফা শেখকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।

মামলা নং-১৩, তারিখ ২১/১০/২০২৫, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/১১৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী দায়ের করা হয়। ঘটনার পরই র‌্যাব-৫ রাজশাহী কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে।

সর্বশেষ (১৪ জানুয়ারি ২০২৬) মোঃ ফরহাদ শেখ (৩৬) কে ঢাকা মোহাম্মাদপুর আল্লাহ করিম বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা স্বীকার করেছে। গ্রেফতার আসামিকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৫।

শেয়ার করুন