২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৮:২৬:৫৩ পূর্বাহ্ন
এশিয়া কাপে অংশ নিতে বিকেলে দেশ ছাড়বে টাইগাররা
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২২
এশিয়া কাপে অংশ নিতে বিকেলে দেশ ছাড়বে টাইগাররা

সাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপে অংশ নিতে আজ (মঙ্গলবার) দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বিকেল ৫টায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে টাইগাররা।

আরব আমিরাতে এশিয়া কাপের এবারের আসর শুরু হবে ২৭ আগস্ট থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে।

এবার নতুন উদ্যম নিয়ে খেলতে নামবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান দায়িত্ব পাওয়ার পর দলে ফিরেছেন হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান। কোচের পদেও এসেছে পরিবর্তন।

রাসেল ডোমিঙ্গো টি-টোয়েন্টি কোচের দায়িত্ব থেকে অব্যহতি পেয়েছেন। এই ফরম্যাটে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ভারতের শ্রীধরন শ্রীরাম। তিনিই আদতে এশিয়া কাপে হেড কোচের মূল দায়িত্ব পালন করবেন।

এদিকে এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে থাকা দুই ক্রিকেটার হাসান মাহমুদ এবং নুরুল হাসান সোহান চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন। শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে ডাকা হয়েছে বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে।

শেয়ার করুন