২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৯:০২:৩৯ অপরাহ্ন
আইএইএ প্রধানের সঙ্গে জেলেনস্কির বৈঠক
  • আপডেট করা হয়েছে : ৩১-০৮-২০২২
আইএইএ প্রধানের সঙ্গে জেলেনস্কির বৈঠক

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

স্থানীয় সময় মঙ্গলবার কিয়েভে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। খবর সিএনএনের।  

বৈঠকে রাফায়েল গ্রোসির নেতৃত্বে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মিশনকে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতে ‘সম্ভব সব কিছু করার’ আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।

এক টুইট বার্তায় রাফায়েল গ্রোসি বলেন, আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণু কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শনের আগে মঙ্গলবার সকালে কিয়েভে পৌঁছেন রাফায়েল গ্রোসির নেতৃত্বাধীন আইএইএর ১৪ সদস্যের বিশেষজ্ঞ দল।

শেয়ার করুন