২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:১২:০৭ পূর্বাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২২
রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

রাজশাহীর পুঠিয়ায় তরিকুল ইসলাম (২৬) নামের এক যুবক আত্নহত্যা করেছে।

শনিবার মধ্যে রাতের যে কোন সময় পুঠিয়ার জায়গীরপাড়া এলাকায় তার নিজ বাড়ীর বারান্দার তীরের সাথে ফাঁস দিয়ে এই দুর্ঘটনা ঘটান। মৃত তরিকুল উপজেলার বানেশ্বর ইউনিয়নের জায়গীরপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্য আব্দুল মালেক।

এব্যাপারে পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারি বলেন, তরিকুল ইসলাম একজন নেশা গ্রস্ত যুবক। সে নিয়মিত মাদকাসক্তের সাথে জড়িত। কেন বা কি কারণে তিনি এমন কাজ করেছের কেউ বলতে পারছে না। সে সময় তার বাড়িতে একা ছিলো। তার মা মেডিকেলে এবং তার স্ত্রী তার বাবার বাড়িতে বাচ্চা হতে গেছে। সেই সুযোগে মাদক ক্রয়ের টাকা না পেয়ে শনিবার রাতের যে কোন সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে লোকজনের ধারনা।

তরিকুলকে বাড়ির বারান্দায় তীরের সাথে ঝুলতে দেখে থানায় খবর দিলে সকালে আমরা তার লাশ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন