২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:৫৫:১৩ পূর্বাহ্ন
রাজশাহীতে ১৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত হচ্ছে বিকেএসপি
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২২
রাজশাহীতে ১৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত হচ্ছে বিকেএসপি রাজশাহীতে ১৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত হচ্ছে বিকেএসপি

উত্তরের পদ্মাপারের সবুজে ঘেরা মনোরম নিরিবিলি শিক্ষা নগরী রাজশাহী এবার হতে চলেছে স্পোর্টস সিটি। গ্রিন-ক্লিন ও হেলদি এই সিটিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আওতায় ক্রীড়া স্কুল প্রতিষ্ঠানের কাজ দ্রুতই শুরু হচ্ছে। ইতোমধ্যেই জেলার উপজেলার খিরসন মৌজার অভয়ের মোড় এলাকায় ১৭ একর জমির ওপর এ প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়; জমি অধিগ্রহণের আওতায় পড়া ২৩ জনকে ৮ কোটি ৫৯ লাখ টাকার চেকও প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় বিকেএসপির জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়। এটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজশাহীতে তৈরী হবে ভালো ভালো খেলোয়াড়। যারা বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম সমহিমায় ছড়িয়ে দিবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন আশা প্রকাশ করে বলেন, ‘এ প্রতিষ্ঠানে রাজশাহী বিভাগের ছেলে-মেয়েরা অগ্রাধিকার পাবে। সেদিন বেশি দূরে নেই যেদিন রাজশাহী বিকেএসপি থেকে ক্রিকেটার সাকিব আল হাসানের মতো খেলোয়াড় তৈরি হবে।’ কাজের অগ্রগতির বিষয়ে সচিব বলেন, ‘এক বছরের মধ্যে অর্থাৎ আগামী জুনের মধ্যে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হবে। এরপর পর্যায়ক্রমে দেশের আট বিভাগেই এ প্রতিষ্ঠান নির্মাণ করা হবে।’

বিকেএসপি স্থাপনের বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের আটটি বিভাগীয় শহরে বিকেএসপির প্রতিষ্ঠান তৈরি হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহীতে ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ স্থানীয় প্রশাসন কাজটি করছে।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড় তৈরিতে বিকেএসপির নিজস্ব মহিমা আছে। ইতোমধ্যে অনেক তারকা খেলোয়াড় উপহার দিয়েছে। কিন্তু জোন-ভিত্তিক চিন্তা করলে রাজশাহী থেকে ঢাকায় বিকেএসপিতে গিয়ে পরিচিত হওয়াটা কঠিন ব্যাপার ছিল। এখন রাজশাহীতেই সব ইভেন্টের প্রশিক্ষণ হবে।’

বিকেএসপির রাজশাহীর এই প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পাশাপাশি ক্রিকেট, শুটিং, ফুটবল, অ্যাথলেটিক্স, তায়কোয়ান্দো, সাঁতার, কারাতে, বক্সিং, জুডো, উশু, জিমন্যাস্টিকস, বাস্কেটবল, টেনিস, হকি, আর্চারি, ভলিবল, ও টেবিল টেনিসসহ ১৭টি খেলার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকবে বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান এর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘খেলা-ধূলা শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজশাহী সীমান্ত এলাকা হওয়ায় যুবসমাজ মাদকসহ বিভিন্ন নেশায় আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু বিকেএসপি প্রতিষ্ঠিত হলে রাজশাহীর শিশু-কিশোরদের খেলা-ধূলার প্রতি ঝোঁক বাড়বে। এই খেলা-ধূলা তাদেরকে সকল প্রকার খারাপ অভ্যাস থেকে দূরে রাখবে। ভালোভাবে পড়ালেখা করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে দেশ গড়ার কাজে রাজশাহীর ছেলে-মেয়েরা দেশ গড়ার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারবে বলে আমি প্রত্যাশ করি।’

শেয়ার করুন