০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:৫৪:৩৭ পূর্বাহ্ন
বাংলাদেশকে নিচে নামিয়ে দুইয়ে উঠলো অস্ট্রেলিয়া
  • আপডেট করা হয়েছে : ১২-০৯-২০২২
বাংলাদেশকে নিচে নামিয়ে দুইয়ে উঠলো অস্ট্রেলিয়া

ঘরের মাঠে টানা দুই ওয়ানডে সিরিজ জিতে বিশ্বকাপ সুপার লিগে বড় লাফ দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ রানে জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা।


দুইয়ে ওঠার পথে বাংলাদেশকে এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে অসিরা। সুপার লিগে দুই দলই এখন পর্যন্ত খেলেছে ১৮টি ম্যাচ, জিতেছে ১২ ম্যাচ, পেয়েছে সমান ১২০ পয়েন্ট। তবে নেট রানরেটে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়ার (+০.৭৮৫) অবস্থান দ্বিতীয়, বাংলাদেশ (+০.৩৮৪) রয়েছে তিনে।


বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সমান ১৮ ম্যাচে ১২টি জিতেছে ইংল্যান্ডও। তবে একটি পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ৫ পয়েন্টের সুবাদে ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। নেট রানরেটেও সুবিধাজনক অবস্থানে রয়েছে ইংলিশরা।


অসিদের সামনে অবশ্য ইংল্যান্ডকে টপকানোর সুযোগ ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলেছে তারা। সিরিজের তৃতীয় ম্যাচটি হেরে ১০ পয়েন্ট খুইয়েছে অ্যারন ফিঞ্চের দল। সেই ম্যাচ জিতলে এখন ১৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকতো অস্ট্রেলিয়া।


অন্যদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মতো পাকিস্তানেরও সংগ্রহ ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট। নেট রান রেটে পিছিয়ে (+০.২১৭) থাকায় পয়েন্ট টেবিলে চারে রয়েছে তারা। এছাড়া পয়েন্টের সেঞ্চুরি করেছে নিউজিল্যান্ড (১১০), ভারত (১০৯) ও আফগানিস্তান (১০০)।


বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিল

১/ ইংল্যান্ড - ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট

২/ অস্ট্রেলিয়া - ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট

৩/ বাংলাদেশ - ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট

৪/ পাকিস্তান - ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট

৫/ নিউজিল্যান্ড - ১৫ ম্যাচে ১১০ পয়েন্ট

৬/ ভারত - ১৫ ম্যাচে ১০৯ পয়েন্ট

৭/ আফগানিস্তান - ১২ ম্যাচে ১০০ পয়েন্ট

৮/ ওয়েস্ট ইন্ডিজ - ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট

৯/ আয়ারল্যান্ড - ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট

১০/ শ্রীলঙ্কা - ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট

১১/ দক্ষিণ আফ্রিকা - ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট

১২/ জিম্বাবুয়ে - ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট

১৩/ নেদারল্যান্ডস - ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট

শেয়ার করুন