২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৪৭:৫৫ অপরাহ্ন
স্বপ্নের ফাইনালে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ১৯-০৯-২০২২
স্বপ্নের ফাইনালে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

স্বপ্নের ফাইনালে শুরুতেই এগিয়ে গেল বাংলাদেশ। শক্তিশালী নেপালের বিপক্ষে মাত্র ১৩ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ।

মেয়েদের সাফে প্রথম শিরোপা জয়ের দুয়ারে বাংলাদেশ। স্বাগতিক নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোয়া ৫টায় খেলাটি শুরু হয়েছে। 

সাফের ষষ্ঠ আসরে এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে খেলছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে শিলিগুড়িতে স্বাগতিকর ভারতের কাছে ৩-১ গোলে হেরে শিরোপার হাতছাড়া করে। আজ সেই আক্ষেপ ঘোচাতে চান মেয়েরা। 

অন্যদিকে নেপাল সাফে এনিয়ে পঞ্চমবার ফাইনালে খেলছে নেপাল। আগের পাঁচবারের ফাইনালেই ভারতের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে তারা। 

আগের সব সাফে বিজয়ী ভারত এবার বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। এবার ফাইনালে ওঠার পথে গ্রুপপর্বে ভারতকে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ তো বটেই, কোনো ম্যাচেই নেপালকে এখন পর্যন্ত হারাতে পারেনি বাংলাদেশ। ৮ ম্যাচে হার ৬টিতেই, ড্র দুটি।

সাফের সবশেষ দেখায় ২০১৯ সালে বিরাটনগরে সেমিফাইনালে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গত বছর সেপ্টেম্বরে নেপালে গিয়ে দুই ম্যাচের একটিতে ছিল ২-১ ব্যবধানের হার, অন্যটি হয়েছিল গোলশূন্য ড্র।

শেয়ার করুন