২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৮:১৪:৫৭ অপরাহ্ন
১০ বছর কারাভোগের পর আবারও পুরনো পেশায়
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২২
১০ বছর কারাভোগের পর আবারও পুরনো পেশায়

ফেনীর দাগনভূঞায় ছিনতাই মামলায় ১০ বছর কারাভোগ করেছিলেন ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকার বাসিন্দা আলী হোসেন। কিছু দিন আগে কারাগার থেকে ছাড়া পেয়ে সহযোগীদের নিয়ে আবার পুরনো পেশায় নেমে পড়েন তিনি। 

গত মঙ্গলবার দুপুরে দাগনভূঞা উপজেলার বেকেরবাজারে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে গৃহবধূ ফরিদা আক্তার স্বপ্নার কাছ থেকে ৩৫ হাজার ছিনতাই করে তারা। এর মধ্যে আলী হোসেন ছাড়াও ইমাম হোসেন ও রাকিব হোসেন নামে দুজন রয়েছে।

পরে ঘটনার দুই দিনের মাথায় শুক্রবার রাতে ছাগলনাইয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলী হোসেন (৩১) ছাড়াও মটুয়া এলাকার মৃত রহিম উল্যাহর ছেলে ইমাম হোসেন (২৬) ও রাঁধানগর ইউনিয়নের উত্তর আঁধারমানিক এলাকার ফিরোজ মিয়ার ছেলেকে (১৯) গ্রেফতার করে পুলিশ। 

তাদের কাছ থেকে লুণ্ঠিত ৩০ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ উদ্ধার ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম জানান, গ্রেফতারকৃতদের আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন