২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ০৭:২৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
নতুন বছরে দেশে ফিরছেন মোনালিসা
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২২
নতুন বছরে দেশে ফিরছেন মোনালিসা

দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী এক সময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। দেশটিতে তিনি চাকরি করে জীবিকা নির্বাহ করেন। মাঝে মধ্যে স্থানীয়ভাবে নির্মিত কিছু নাটক ও অনুষ্ঠানে অংশ নেন। তবে দেশে এলে টিভি নাটকেও সময় দেন।

সর্বশেষ করোনা প্রকোপের আগে দেশে এসেছিলেন মোনালিসা। দীর্ঘদিন পর আবারও আসছেন তিনি। নতুন বছরের শুরুতেই দেশে আসার কথা জানিয়েছেন এ মডেল অভিনেত্রী। এ প্রসঙ্গে আমেরিকা থেকে মোনালিসা বলেন, ‘দেশ ও দেশের মানুষকে খুব মিস করি।

কতদিন প্রাণ ভরে শ্বাস নিতে পারি না! প্রতি মুহূর্তেই মন ছুটে যায় দেশে। কিন্তু আমেরিকার ব্যস্ততা হুট করে পেছনে ফেলে আসাও যায় না। তাই আগামী বছর দেশে আসার জন্য এখন থেকেই পরিকল্পনা করছি। এসেই নতুন নতুন নাটকে কাজ করব। এখন থেকেই অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে। দেশে গেলেই কাজের চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

এদিকে আজ এ মডেল অভিনেত্রীর জন্মদিন। দিনটি তিনি বন্ধু-বান্ধবদের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন। মোনালিসা সর্বশেষ হিমেল আশরাফের পরিচালনায় তাহসানের বিপরীতে আমেরিকাতেই একটি নাটকে অভিনয় করেন।

শেয়ার করুন