বিশ্বকাপের আগে আর্জেন্টাইন তারকা ফুটবলারদের ইনজুরির মিছিল লেগেছে। গত বিশ্বকাপে ফর্মে থাকা লানজিনি, রোমেরোর পর এবার বিশ্বকাপের মাত্র এক মাস বাকি থাকতেই ইনজুরিতে পড়লেন লিওনেল মেসি ও পাওলো দিবালা। মেসির ইনজুরি মারাত্মক না হলেও বলা যায় কাতার বিশ্বকাপে অনেকটাই অনিশ্চিত দিবালা।
রোমা কোচ হোসে মরিনহো সংবাদ সংস্থা 'ডিএজেডএন'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেন।
সোমবার ইতালিয়ান লিগ 'সিরি এ'-তে মুখোমুখি হয় রোমা ও লিচে। ম্যাচটিতে দিবালার গোলে রোমা হেসে খেলে জিতে গেলেও দ্বিতীয় হাফে খেলতে নেমে গুরুতরভাবে আঘাত প্রাপ্ত হন এই তারকা খেলোয়াড়, পরে মাঠ ছাড়েন হয় খুড়িয়ে খুড়িয়ে হেঁটে।
ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে গিয়ে কোচ মরিনহো বলেন, 'সত্যিকারভাবে দিবালার যেই বর্তমান অবস্থা তাতে আমার মনে হয় না সে ২০২৩ এর আগে ফুটবল খেলতে পারবেন, বিশ্বকাপের আগে সত্যি এমন ইনজুরি খুবই হতাশাজনক।'
আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ বাছাইয়ের পর্বের সব গুলো ম্যাচেই খেলেছিলেন এই ফরওয়ার্ড ম্যান। ইতালির সাথে ম্যাচেও শেষ সময়ে করেছিলেন দুর্দান্ত এক গোল।