২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৩৮:৪৯ অপরাহ্ন
বিশ্বকাপের পরই বাংলাদেশে আসবে ভারত, সূচি চূড়ান্ত
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২২
বিশ্বকাপের পরই বাংলাদেশে আসবে ভারত, সূচি চূড়ান্ত

প্রতিবেশী দেশ হয়েও বাংলাদেশ সফরে আসে না ভারত দল। বাংলাদেশকেও তারা ডাকে না। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশার শেষ নেই।

সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফর করেছিল টিম ইন্ডিয়া। এবার সেই হতাশা কাটতে চলেছে।   

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবেন রোহিত শর্মারা। 

সফরের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। 

বিসিবি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে এ সিরিজের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়েছে।  মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে ৪ ডিসেম্বর থেকে গড়াবে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। 

ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ১৪ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। 

২২ ডিসেম্বর মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

এ দুই সিরিজে অংশ নিতে ১ ডিসেম্বরেই ঢাকায় পা রাখবেন রোহিত-কোহলিরা।  সফর শেষে ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বেন তারা।

শেয়ার করুন