০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৬:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে দলীয় গানের মধ্য দিয়ে বিএনপির গণসমাবেশ শুরু
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২২
রাজশাহীতে দলীয় গানের মধ্য দিয়ে বিএনপির গণসমাবেশ শুরু

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসামাবেশ শুরু হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় রাজশাহী নগরীর ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন হাজী মুহম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (সাবেক সরকারি মাদ্রাসা) সমাবেশ শুরু হয়।

অনান্য গণসমাবেশের মতো রাজশাহীতেও ফাঁকা রাখা হয়েছে বিএনপির চেয়্যারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানের আসন।

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, দলের চেয়্যারপার্সন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে গত ৮ অক্টোবর থেকে প্রতি শনিবার দেশজুড়ে বিভাগীয় গণসমাবেশ করছে জাতীয়তাবাদী এই দলটি। এ পর্যন্ত ৮টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবম সমাবেশটি আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীত।

রাজশাহী বিভাগীয় গণসমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদের সঞ্চালনা করছেন। সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপিার আহ্বায়ক অ্যাড. এরশাদ আরী ঈশা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়াও জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। এদিকে সময় যত বাড়ছে মাঠে নেতাকর্মীদের উপস্থিতি তত বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন ছোট-ছোট মিছিল নিয়ে পায়ে হেঁটে আসছে রাজশাহীর সমাবেশ স্থানে। ইতোমধ্যে জনতার ভীড়ে মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ন হয়ে গেছে।

বিএনপির গণসমাবেশ শুরু করা হয় সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে অংশ নেন জাতীয়তাবাদী সংস্কৃতিক সংঘ। এসময় সংগীত শিল্পীরা গান গায় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশসহ বিভিন্ন দলীয় গান পরিবেশন করেন।

শেয়ার করুন