২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৮:০৮:২২ পূর্বাহ্ন
বাগমারায় পৃথক জানাযায় অংশ নিলেন এমপি এনামুল
  • আপডেট করা হয়েছে : ১৭-১২-২০২২
বাগমারায় পৃথক জানাযায় অংশ নিলেন এমপি এনামুল

রাজশাহীর বাগমারায় একই দিনে পৃথক দুটি জানাযায় অংশগ্রহণ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

শনিবার দুপুর দেড় টার দিকে প্রথমে সালেহা ইমারত গালর্স একাডেমিতে চাচী মরহুমা তহুরা বেওয়ার জানাযায় অংশগ্রহণ করেন। এমপি এনামুল হকের চাচী ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। মৃত্যুকালে ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা তহুরা বেওয়া মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া শিকদারী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী।

অপরদিকে বিকাল ৩ টার দিকে ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর জানাযায় অংশ গ্রহণ করেন।

তিনি ভোর ৬ টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে স্ত্রী. ১ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মরহুম আহাদ আলী মাড়িয়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। জানাযার পূর্বে বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীকে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়।

উভয়কে তাঁদের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

উক্ত জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, চেয়ারম্যান আনোয়ার হোসেন, এনাগ্রুপের জিএম মনিমুল হক, অধ্যক্ষ জিয়াউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান সজল, সদস্য হাচেন আলী, এস,এম, এনামুল হক, জাহিদুর রহিম মিঠু, দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলামসহ মরহুমের পরিবারের সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।

শেয়ার করুন