০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন
অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ০১-০৬-২০২২
অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা করেছেন। 

পরে পুলিশ অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত রনি হোসেনকে (২১) গ্রেফতার করেছে। 

মামলাসূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে মো. বাবলুর ছেলে রনি হোসেন প্রাচীর টপকে গৃহবধূর ঘরে ঢোকে। কিছুক্ষণ পর ওই গৃহবধূ ঘরে এলে তাকে কুপ্রস্তাব দেয়। এতে ওই গৃহবধূ রাজি না হওয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মেঝেতে ফেলে ধর্ষণ করে রনি। এ সময় ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রনি দ্রুত পালিয়ে যায়। 

এ ঘটনায় মঙ্গলবার বিকালে ওই গৃহবধূ বাদী হয়ে শেরপুর থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ধর্ষক রনিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন