২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০১:০৪:১৩ পূর্বাহ্ন
ডেনমার্কে গ্যাস বন্ধ করছে রাশিয়া
  • আপডেট করা হয়েছে : ০২-০৬-২০২২
ডেনমার্কে গ্যাস বন্ধ করছে রাশিয়া

রুবলে দাম না দেওয়ার জন্য এর আগে পোল্যান্ডে গ্যাস দেওয়া বন্ধ করেছিল রাশিয়া। এবার বন্ধ করা হচ্ছে ডেনমার্কের গ্যাস। দেশের একটি প্রাকৃতিক গ্যাসের ফার্ম জানিয়েছে, রাশিয়া ইতোমধ্যেই গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। এরক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।


রাশিয়া ডেনমার্ককে জানিয়েছিল, তাদের রুবলে গ্যাসের দাম দিতে হবে। কিন্তু ডেনমার্ক তাতে রাজি হয়নি। এরপরেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।


প্রাকৃতিক গ্যাসের সংস্থাটি জানিয়েছে, এখন তাদের কাছে যে পরিমাণ গ্যাস সঞ্চিত আছে, তাতে সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। তারা কোনোভাবেই রাশিয়ার দাবি মেনে নেবে না।


গ্যাসপ্রোমের পরিস্থিতি


রাশিয়ার গ্যাস সংস্থাটি জানিয়েছে, সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত যে দেশগুলি ছিল, সেগুলো বাদ দিলে বাকি ইউরোপে তাদের গ্যাস সরবরাহ কমেছে প্রায় ২৭ শতাংশ। গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ক্রমশ গ্যাস সরবরাহ কমেছে বলে তারা জানিয়েছে। এর ফলে তাদের বেশ খানিকটা ক্ষতির সম্মুখিন হতে হয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। পোল্যান্ড, বুলগেরিয়ার মতো দেশে রাশিয়ার গ্যাস সম্পূর্ণ বন্ধ। ডেনমার্কেও এবার তারা গ্যাস দেওয়া বন্ধ করল।

শেয়ার করুন