১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৩:৩২:৫৫ অপরাহ্ন
আরও ১৫ আইসিইউ পেলো বক্ষব্যাধি হাসপাতাল
  • আপডেট করা হয়েছে : ০২-০৬-২০২২
আরও ১৫ আইসিইউ পেলো বক্ষব্যাধি হাসপাতাল

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন ১৫টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১১টা ৪০মিনিটে রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালটিতে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি প্রতিষ্ঠানটির অ্যাজমা সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন আইসিইউ হাসপাতালে রোগীদের সেবায় নতুন দিক উন্মোচন করেছে। এর মাধ্যমে রোগীরা হাসপাতালটি থেকে আরও উন্নত সেবা পাবেন।



নতুন ১৫টি আইসিইউ বেডসহ হাসপাতালটিতে মোট আইসিইউ সংখ্যা হলো ২৫টি। এর আগে এক নম্বর রুমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল ১০টি। দুই নম্বর আইসিইউ রুমে নতুন করে সংযোজন হয়েছে ১০টি ও হাসপাতালটির অ্যাজমা ভবনের পাঁচ তলায় সংযোজন হয়েছে আরও পাঁচটি আইসিইউ বেড।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. খুরশিদ আলম।


শেয়ার করুন