২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:০২:০২ অপরাহ্ন
ঢাকায় পুরস্কার নিতে আসার পথে মারা গেলেন কোচ
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২২
ঢাকায় পুরস্কার নিতে আসার পথে মারা গেলেন কোচ

তৃণমূলের সেরা কোচের পুরস্কার নেওয়া হলো না সাতক্ষীরার আকবর আলীর। 

ঢাকায় রওনা দেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ফুটবলার তৈরির এ কারিগর।

মফস্বলের কোচ আকবর আলীর হাত ধরে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ অনেক ফুটবলার তৈরি হয়েছে, যারা দেশের বিভিন্ন স্তরে খেলে যাচ্ছেন।

ফুটবলে এমন অবদানের জন্য ২০২১ সালের তৃণমূলের সেরা কোচ হিসেবে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপি) পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন আকবর আলী।  

শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দেওয়া হবে এ পুরস্কার। সেই পুরস্কার নিতে ঢাকা রওনা হওয়ার সময়ই মারা যান এ কোচ।

বৃহস্পতিবার বিকালে দুঃসংবাদটি পেয়ে সাবিনা খাতুন জানান, ‘আকবর স্যার আর নেই’।

বিএসপিএর সাধারণ সম্পাদক সামন হোসেন জানিয়েছেন, পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বিকালে আকবর আলী ঢাকার উদ্দেশে সাতক্ষীরা থেকে রওনা দেন । বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য ভ্যানগাড়িতে ওঠার পরই স্ট্রোক করেন তিনি। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান আকবর আলী।

শেয়ার করুন