০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৪:৪২ অপরাহ্ন
রাজশাহীতে আবারও তাপমাত্রার উর্ধ্বগতি
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৩
রাজশাহীতে আবারও তাপমাত্রার উর্ধ্বগতি

রাজশাহীতে গত কয়েকদিন থেকে আবারও তাপমাত্রা বেড়ে চলেছে। গত মার্চ মাসের শেষেরদিক থেকে রাজশাহী অঞ্চলে তাপমাত্রা লাগাতর বাড়তে থাকে। গত এপ্রিল মাসজুড়ে তাপপ্রবাহ চলতে থাকে। এবছর রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গত ১৭ এপ্রিল ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস।

পরে ঝড় বৃষ্টি হলে তা কমে আসে এবং জনজীবনে স্বস্থি ফেরে। পুনরায় প্রায় ১ সপ্তাহ আগে থেকে পুনরায় তাপমাত্রা বাড়তে থাকে। আজ সোমবার (৮মে) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুপুর তিনটায় ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেডর্ক করা হয়। এই সময় বাতাসের আদ্রতা ছিলো ২৪ শতাংশ।

এছাড়াও তার আগে দুপুর ২ টায় তপমাত্র রেকর্ড করা হয় ৩৯.৫ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আদ্রতা ২২ শতাংশ। দুপুর ১ টায় তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আদ্রতা ১৯ শতাংশ এবং দুপুর ১২ টায় ৩৮ ডিগ্রী সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ৩০ শতাংশ রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান এসব তথ্য জানিয়ে বলেন, আগামী আরো কয়েকদিন এমন তাপমাত্রা অব্যহত হতে পারে। সামনে ঘুর্ণিঝড় মোখা আঘাত হানার সম্ভাবনা রয়েছে ফলে তার আগে রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা নেই বলে জানান।

শেয়ার করুন