২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ০৮:১৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
আমাদের সময় বাবর আজমকে প্রয়োজন ছিল: সাঈদ আজমল
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২৩
আমাদের সময় বাবর আজমকে প্রয়োজন ছিল: সাঈদ আজমল

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার সাঈদ আজমল বলেছেন, আমাদের সময়ে বাবর আজমের মতো একজন দক্ষ ক্যাপ্টেনের প্রয়োজন ছিল।

দেশটির ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে আজমল তার এ কথা বলেন।

সাঈদ আজমল বলেন, বাবর আজমের মতো একজন উচু মাপের ক্রিকেটার যদি আমাদের সময় ক্যাপ্টেন থাকতেন, তাহলে আমাদের জাতীয় দল তখন অনেক ভালো করত।

‘বাবর শুধু একজন দক্ষ দলনেতাই নন, দলের প্রয়োজনে তার ব্যাট জ্বলে উঠে। দলকে তিনি উজাড় করে দেন। 

তিরি আরও বলেন, বাবরের নেতৃত্বের গুণ ও তার চমৎকার ব্যক্তিত্বের কারণেই দলের অন্য খোলোযাড়দের পাশাপাশি দর্শকরাও তাকে প্রচণ্ড ভালোবাসে।’ 

শেয়ার করুন