২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:৫২:২০ অপরাহ্ন
সিপিএসসি র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক ৩০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২৩
সিপিএসসি র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক ৩০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ইং ০৭ জুন ২০২৩ তারিখ ১৮.৪৫ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া

থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা

করে ফেন্সিডিল-৩০০ বোতল, মোবাইল-০১টি, সীমকার্ড-০২টি ও ০১ টি

মেমোরি কার্ড উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ মহাজিত হোসেন (৩০),

পিতা-মজনু সরদার, সাং-ভাটপাড়া(বঙ্গবন্ধু মোড়), থানা-চারঘাট, জেলা-

রাজশাহী ‘তে গ্রেফতার করে।

 ঘটনার বিবরণে প্রকাশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে   র‍্যাব-৫, রাজশাহীর

সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে,

রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর এলাকা হতে পুঠিয়া যাওয়ার

উদ্দেশ্যে ০১টি ব্যাটারী চালিত ভ্যানগাড়ি যোগে যাত্রীবেশে ০১ জন লোক ০১

(এক) টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর অভিনব কায়দায় ফেন্সিডিল নিয়ে

যাচ্ছে। বিষয়টি জানা মাত্রই রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর

ট্রাফিক মোড় হইতে অনুমান ১৫ গজ দক্ষিনে জনৈক মোঃ আওয়াল (৪৫) এর

বাংলা এন্ড টাস মোবাইল জোন মোবাইল দোকানের সামনে পাঁকা রাস্তার উপর

পৌঁছামাত্র র‍্যাবর উপস্থিতি টের পেয়ে ভ্যানের সামনে বাম পাশে বসে থাকা

যাত্রীবেশে ০১ জন ব্যক্তি নেমে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই

০১ টি প্লাস্টিকের বস্তাসহ আটক করে।


উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে

মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন