২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৫৩:৩০ অপরাহ্ন
সীতাকুণ্ডের ঘটনায় নরেন্দ্র মোদির শোক
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২২
সীতাকুণ্ডের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে এ শোক জানান মোদি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।

চিঠিতে মোদি তার সরকার এবং ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

এছাড়া ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য বাংলাদেশ সরকারকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মোদি।

চিঠির শেষে নরেন্দ্র মোদি আবারও তার সরকার ও ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন তিনি।

শেয়ার করুন