২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৩৪:৫৭ অপরাহ্ন
বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি ১৯ অক্টোবর
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৩
বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি ১৯ অক্টোবর

আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন শুনানির জন্য ১৯ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।


এর আগে গতকাল মঙ্গলবার বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে আইনজীবী নাজমুল হুদার পক্ষে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি এই আবেদন দায়ের করেন।


সাত আইনজীবী হলেন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।


শেয়ার করুন