২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:৪১:০৯ পূর্বাহ্ন
হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২৩
হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ

বেচারা নাঈম শেখ! সহকারী কোচ ফয়সাল হোসেনের সঙ্গে কী নিয়ে যেন হোটেল লবিতে রসিকতা করে হাসছিলেন। মুহূর্তেই তাঁর হয়তো মনে পড়ল আশপাশে সংবাদমাধ্যমকর্মীরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন। হাসি থামিয়ে একটু ঘুরে তাকিয়ে বুঝতে চাইলেন এই দৃশ্য আবার ক্যামেরায় ধারণ হলো না তো! এখন ‘ক্যামেরাফোবিয়া’য় আক্রান্ত নাঈমের মতো দলের বেশির ভাগ ক্রিকেটারই।

ধারাবাহিক ব্যর্থ হওয়ায় তাঁকে নিয়ে যেভাবে ফেসবুকে ট্রল হচ্ছে, সমালোচনা হচ্ছে—নাঈমের যেন এখন হাসতেও মানা! একটা ইতিবাচক দিক, গত তিন দিনের মধ্যে তরুণ ওপেনারের মুখে তবু হাসি দেখা গেল। ধীরে ধীরে স্বাভাবিক হতে দেখা যাচ্ছে পুরো দলকেই। এই যুগে অধিক শোকই যেখানে বেশি সময় টেকে না, সেখানে পেশাদার ক্রিকেটে টানা দুই ম্যাচের হারের ধকল কাটিয়ে উঠতে আর কতক্ষণ? টানা তিন দিনের বিশ্রামে বাংলাদেশও আবার সতেজ হয়ে ওঠার চেষ্টা করছে।

দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলছেন, দল এখনো যথেষ্ট চাঙা। গতকাল কলম্বোর টিম হোটেলে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘কী কারণে, কোন দিক থেকে দল ডিমোটিভেটেড? মানসিকভাবে ভেঙে পড়ার কোনো সুযোগই নেই। খেলায় হারজিত থাকবেই। হয়তো আমাদের যে লক্ষ্য অর্জন করার কথা ছিল, সেটা করতে পারিনি, এটা সত্য। কিন্তু সবাই চেষ্টা করে, প্রতিটা ম্যাচই জেতার চেষ্টা করে।’ 

জালালের যুক্তি, পেশাদার ক্রিকেটে ভেঙে পড়ার সুযোগও নেই, ‘আজ যদি মানসিকভাবে ভেঙে পড়ি, পরের ম্যাচ আছে। সেখানে ভালো করতে হবে। আমাদের তাই সব সময়ই উজ্জীবিত থাকতে হবে। টিম স্পিরিটও ঠিক থাকবে। খেলোয়াড়েরা একতাবদ্ধ। তারা জানে কী করা দরকার। ক্রিকেটাররা কক্ষচ্যুত হয়ে গেছে কি না? আমি তো দেখি না।’ 

সুপার ফোরে উঠলেও এশিয়া কাপে প্রত্যাশা অনুযায়ী ভালো না করার পেছনে চোটাঘাত আর অসুস্থতার বিষয় সামনে এনেছেন জালাল। বললেন, ‘এশিয়া কাপ খেলতে আমরা যে দলটা ঠিক করেছিলাম, সেখান থেকে আমরা একটু ছিটকে গিয়েছি, আপনারা জানেন। কিছু চোট ছিল, এতে দলের ভারসাম্যে কিছুটা সমস্যা হয়েছে অবশ্যই। শান্ত চোট পেয়ে দেশে চলে গেছে। ইবাদতকে আনতে পারিনি। লিটনও জ্বরে ভুগেছে, এরপরেও এখনো পর্যন্ত কিছুটা সে সংগ্রাম করছে মানিয়ে নিতে।’ 

কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর পাঁচ দিনের বিরতি পেয়েছে বাংলাদেশ। লম্বা বিরতিতে অধিনায়ক সাকিব আল হাসান যেভাবে ঢাকায় ফিরে গেছেন, সেটি নিয়েও বেশ কথা হচ্ছে। টুর্নামেন্টের মাঝপথে সাকিবকে ছুটি দেওয়ার ব্যাখ্যায় জালাল বলছেন, ‘সাকিবকে ব্যক্তিগত কারণে (ছুটি) দিয়েছিল। আমরা এখানে সবাই ছিলাম। আগেও বলেছিল তিন দিনের জন্য (ছুটি)। যেহেতু এখানে কোনো অনুশীলন নেই। সে চেয়েছিল ঢাকায় যাবে, একটা ব্যক্তিগত কাজ ছিল বলেছে। সভাপতিও ছিলেন আমাদের সঙ্গে, টিম ম্যানেজমেন্ট, কোচও জানে। সবাই মিলে আমরা তাকে এই বিরতিতে ঢাকায় যেতে দিয়েছি।’ 

তিন দিনের ছুটি শেষে আজ রাত ৮টায় বাংলাদেশ অনুশীলন করবে প্রেমাদাসায়। এই বিরতিতে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ঢাকায় যাওয়া মুশফিকুর রহিমের কলম্বোয় ফেরার কথা কাল সন্ধ্যায়। মুশফিক এরই মধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছেন। জালাল জানালেন, কাল সকালে মিরপুরে অনুশীলন করে বিকেলের ফ্লাইট ধরবেন মুশফিক।

শেয়ার করুন